তুমি রুদ্র, তুমি বহ্নিশিখা
তুমিই প্রেরণার আধার।
‘খোকা’ হয়ে এসেছিলে ধরায়
দেখেছো নানা অসঙ্গতি
পরাধীনতার যাতনা থেকে মুক্তির অন্বেষণে
ছুটে গেছো শহর থেকে গঞ্জে
যাপিত জীবনের ৪৬৮২ দিন ছিলে কারাগারে
লোভ আর ক্ষমতা ছুঁতে পারেনি তোমায়
ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে
দিয়েছিলে মুক্তির ডাক
সেই ৭ মার্চ রেসকোর্সের ময়দানে
জেগে ওঠেছিলো জনতার ঊর্মিমালা
১৮ মিনিটের ভাষণ
জাতি পেলো দিকনির্দেশনা
ন’মাসের মুক্তিযুদ্ধ, মুক্তিপাগল বাঙালির
পেয়েছি দেশ, পেয়েছি দেশ
পেয়েছিলাম তোমায় ক্ষণিকের তরে
মাত্র ১৩১৪ দিনের জন্য
নিঠুর জাতি আমরা
এ কলঙ্কের দাগ কিভাবে ঘুচি
বত্রিশ নম্বরের সিঁড়িতে পড়ে থাকা নিথর দেহ
জমাট রক্ত সাক্ষ্য বহন করছে সতত
পরপারে বসে দেখছো কি তুমি!
তোমার বাংলাদেশ
একুশ বছর পর তোমার হত্যার বিচার
মদদদাতারা এখনো আছে সরব দেশে ও বিদেশে
আমরা ক্ষমা করবো না তাদের এই হোক শপথ।
তুমি ছিলে, আছো ও থাকবে বাঙালির স্পন্দনে
তুমি যে চিরঞ্জীব।