রাঙ্গুনিয়ায় ১৩ সরকারি কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব

শেখ কামালের জন্মদিনে অনুপস্থিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শেখ কামালের ৭৩তম জন্মদিনে উপস্থিত না থাকায় উপজেলার ১৩ সরকারি কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। তাদের নাম উল্লেখ না করে শুধু দপ্তরের পদবি দিয়ে চিঠি দেয়া হয়। গত রোববার (৭ আগস্ট) ইউএনও স্বাক্ষরিত চিঠিতে ১৩ কর্মকর্তার অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়।
কৈফিয়ত তলবের চিঠি পেয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পল্লী জীবিকায়ন প্রকল্প), বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা, খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা, ইছামতী রেঞ্জ কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, জাতীয় দিবসে স্ব স্ব কর্মকর্তাদের উপস্থিতি সরকারি নির্দেশনা থাকলেও তারা তা অমান্য করেছেন। সরকারি আদেশ অমান্য করার দায়ে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ করা হবে না জানতে চাওয়া হয়। চিঠি প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে আনিত অভিযোগের দায়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠি পাঠানো হবে বলে উল্লেখ করা হয়। ১৩ সরকারি কর্মকর্তাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) থাকায় অনেকেই বাড়িতে চলে যান। কারো পরিবারের সদস্য অসুস্থ, কেউ কেউ নিজে অসুস্থ বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের মানুষ বেহেস্তে আছে : মোমেন
পরবর্তী নিবন্ধনাশকতার মামলায় ছাত্রশিবিরের দুই