ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় ভারতীয় সেনাবাহিনীর কমপক্ষে তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় দুই হামলাকারীও নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের রাজৌরির সেনা ক্যাম্পে হামলা চালায় দুজন সন্ত্রাসী। পরে সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। খবর বাংলানিউজের।
জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, পার্গাল সেনা ক্যাম্পের সীমানা পার করে কয়েকজন সন্ত্রাসী প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে দুজন সন্ত্রাসী নিহত হয়েছেন।