‘এফডিসিতে যাওয়ার জন্য মন ছটফট করে’

| শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

দীর্ঘদিন যাবৎ অসুস্থ বাংলা চলিচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। তিনি অস্টিওপরোসিস রোগে আক্রান্ত। তবে দিল্লির হাসপাতালে পায়ের অস্ত্রোপচার হওয়ায় আগের তুলনায় ভালো আছেন। বর্তমানে বড় ছেলে মিথুন মিত্রের ধানমণ্ডির বাসায় থাকেন এই অভিনেতা। গত মঙ্গলবার কথা বলেন প্রবীর মিত্র ও তার ছেলের সঙ্গে। প্রবীর মিত্রকে ঘরের ভেতর থেকে নিয়ে আসা হলো হুইলচেয়ারে করে। কুশল বিনিময়ের সময় অট্টহাসি দিলেন। এই অভিনেতার সঙ্গে কথা শুরুর আগেই ছেলে পাশ থেকে বললেন, বাবা ঠিকমতো কানে শুনতে পান না, মনেও রাখতে পারেন না। উচ্চস্বরে জিজ্ঞেস করা হলো কেমন আছেন? প্রবীর মিত্র বললেন, ভালো নেই।
অসুস্থতার কারণে ঘরের বাইরে যেতে পারি না। খুব অস্বস্তির মধ্যে আছি। কথাগুলো এক নিঃশ্বাসে বললেন। অভিনয়, ক্যামেরা, নিজের কর্মক্ষেত্র এফডিসিকে খুব মিস করেন বলে জানিয়েছেন প্রবীর মিত্র। চার দেয়ালের মাঝে তাকে একদিন বন্দি হয়ে যেতে হবে তা কখনো ভাবেননি বাংলা সিনেমার এই নবাব সিরাজ-উদ্‌-দৌলা। এই অভিনেতা বলেন, মনে হয় হাজার বছর অভিনয় করি না। খুব মন চায় অভিনয় করি। এফডিসি যাই, আবার আড্ডা দেই পরিচিত মানুষজনের সঙ্গে।
এফডিসি যাওয়ার জন্য আমার মন ছটফট করে। জীবনের বেশির ভাগ সময় চলচ্চিত্রের পেছনে ব্যয় করলেও তেমন কেউই এখন খোঁজ নেয় না প্রবীর মিত্র’র। খানিক খারাপ লাগলেও এ নিয়ে আক্ষেপ নেই অভিনেতার। তিনি বলেন, সবাই সবার কাজে ব্যস্ত। তারপরও আমার সঙ্গে যদি চলচ্চিত্রের সহকর্মীরা দেখা করতে আসেন ভীষণ ভালো লাগবে। আর কথা বলতে চাইলেন না, ভক্তদের কাছে দোয়া চান সবশেষ।

পূর্ববর্তী নিবন্ধ‘ওরা ১১ জন’ মুক্তির ৫০ বছর
পরবর্তী নিবন্ধআজ ঘোষিত হতে পারে এশিয়া কাপের দল