আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গত মঙ্গলবার বাদ মাগরিব হতে এশা পর্যন্ত রাসূলে পাক (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী দিবস ও পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক ছিলেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত মাহফিলে ওয়াজিন হিসেবে তকরীর করেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান ও ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। কারবালা মাহফিলের পূর্বে বাদ মাগরিব পবিত্র গেয়ারভী শরীফ পরিচালনা করেন জামেয়ার শিক্ষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল্কাদেরী। কারবালা মাহফিলের সমাপনী দিবসে বক্তারা বলেন- প্রাণ বিসর্জন দেয়া যাবে, কোন অবস্থাতেই ঈমান ও আক্বিদা বিসর্জন দেয়া যাবে না। এটাই কারবালার শিক্ষা। মুনাফিকদের মুখোশ উম্মোচন করে হত্যা ও ধ্বংসাত্মক তৎপরতা রোধে শান্তিপ্রিয় ও সত্যসন্ধানী মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। পরিশেষে, মুসলিম বিশ্বের পুরর্জাগরণের আদর্শ হোক ইমাম হোসাইন (রাঃ)। এতে অংশগ্রহণ করেন মোহাম্মদ সামশুদ্দিন, মোহাম্মদ সিরাজুল হক, এস.এম.গিয়াস উদ্দিন শাকের, মোহাম্মদ এনামুল হক বাচ্চু, মাহবুবুল আলম, প্রফেসর কাজী শামসুর রহমান, লোকমান হাকিম মো. ইব্রাহীম, মুহাম্মদ তৈয়বুর রহমান, শেখ নাছির উদ্দিন আহমেদ, মুহম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মাহাবুবুল হক খাঁন, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।