সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার পাহাড়, টিলা, বনভূমি এবং এখানকার পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র রক্ষাকল্পে এবং মহামান্য হাইকোর্টের গত ৭ আগস্ট, ২০২২ খ্রি. তারিখের নির্দেশনা মতে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। তিনি গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগরে বসবাসরত বৈধ জমির মালিকদের নিরাপত্তা এবং প্রকৃত ভূমির মালিকানা নিশ্চিতকল্পে আলীনগর এলাকায় যাদের ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে তাদেরকে আগামী ২০ আগস্ট ২২ইং পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ডের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগের সময় প্রকৃত জমি মালিকদের জমির দলিল, খতিয়ান ও দাখিলার কপি, ব্যক্তি মালিকানাধীন জায়গার বসতঘর, দোকানসহ বসবাসকারীদের ছবি ও নামের তালিকা, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন অথবা নাগরিকত্ব সনদ লাগবে। গণ-বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন যে, আলীনগরের পাহাড় ও টিলা কেটে সরকারি খাস জায়গায় অবৈধ বসবাসকারীদেরকে অবিলম্বে নিজ দায়িত্বে বসতবাড়ি/দোকানপাটসহ সকল অবৈধ স্থাপনা অনতিবিলম্বে সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হলো। আলীনগরের অবৈধ দখলদার, ভূমিদস্যু, সন্ত্রাসী এবং তাদের আশ্রিত সহায়তাকারী লোকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনকারীদের আলীনগর ছেড়ে যেতে হবে। অন্যথায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার(ভূমি) মো. আশরাফুল আলম বলেন, আলীনগর থেকে সকল অবৈধ বসতি উচ্ছেদ করা হবে। তাদেরকে নিজ থেকে সরে যেতে সময় দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আলীনগরের সন্ত্রাসী ইয়াছিন ১৭শ একরের মতো সরকারি খাস জায়গা দখল করে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন এ সব বাণিজ্য বন্ধে টানা অভিযান পরিচালনা করছে। সর্বশেষ আমরা সেখানে কমপক্ষে ৪শ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। অন্তত ৫৭ একর খাস জমি শনাক্ত করেছি। এ ছাড়াও নানামুখী কাজ চলছে। আলীনগর ও জঙ্গল সলিমপুরে ৬ হাজার প্রকৃত ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য তালিকা করা হচ্ছে। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসী ইয়াছিন বাহিনী মরিয়া হয়ে নেমেছে আমাদের ঠেকাতে। তারা এলাকার শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে। আমাদের স্থাপন করা সাইনবোর্ড ফেলে দিয়ে, লাগাতার হুমকি ও নানা মহলের তদবির দিয়ে প্রশাসনের উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করতে চায়। কিন্তু আমাদের জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।