প্রিয়বন্ধন’৮৯ চসিক মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আলহাজ্ব এ কে মাহমুদুল হক স্মরণ সভা গত ৬ আগস্ট স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, প্রাক্তন শিক্ষক মওলানা আবু সাইয়িদ নূরী, প্রাক্তন শিক্ষক মোঃ শিহাবউদ্দীন, স্যারের বড় সন্তান নূর উদ্দিন মাহ্মুদ, প্রিয়বন্ধন’৮৯ সদস্য জহির উদ্দিন চৌধুরী বাবর, রনজন সাহা, শিমুল বরণ শর্মা, সরোয়ার কায়সার, এড. প্রতীক কুমার দেব, মোহাম্মদ সাইফুল কবির, এস. এম. নুরুল আবছার রিটু, দেবাশীষ সেন দেবু, মনজুর মোরশেদ মজুমদার শাহিন, ভাস্কর রায়, কাকি জুবায়ের, অভিজিৎ বিশ্বাস, সঞ্জিব বনিক, দুলু কানুনগো, খোকন ভৌমিক, তৌহিদুল সালাম নিশাত, নৃপতি দাশ নিপু, সঞ্জয় পাল, দীপক পাল ও উজ্জ্বল চক্রবর্তী। স্কুলের প্রাক্তন অন্যান্য ব্যাচের ছাত্ররাসহ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












