চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর প্রেস ক্লাব চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী সদস্য মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।
সভাপতির বক্তব্যে সোলায়মান শেঠ তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো যেন মড়ার উপর খাঁড়ার ঘা। সরকার আইএমএফ ও বিশ্ব ব্যাংকের পরামর্শে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে।
মিছিল পূর্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নগর জাপার সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, নগর সহ-সভাপতি মোহাম্মদ আলী, ছগির আহমদ সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু তাহের, শেখ আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, দপ্তর সম্পাদক ছবির আহমদ, নগর মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রহমান, সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য ও নগর যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি এরশাদুল হক সিদ্দিকী, রাশেদুল হক খোকন, নগর যুবসংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, জাহাঙ্গীর আলম, নগর জাপার প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহীন, ফারুক হোসেন আপন, নগর ছাত্র সমাজের সাবেক সভাপতি ও যুবনেতা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। উপস্থিত ছিলেন নুর আহমদ মিটু, ডা. মোস্তাফিজুর রহমান, মাওলানা রবিউল হোসেন, আবু হানিফ নোমান, আরাফাতুর রহমান কচি, আবু হাসান, মো. ইব্রাহিম মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











