সীতাকুণ্ডে স্ক্র্যাপ শিপে ডাকাতি মামলায় তিন আসামি রিমান্ডে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সিমনি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ শিপ ইয়ার্ডের আমদানিকৃত স্ক্র্যাপ শিপ এমটি এশিয়ান গ্লোরিতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৩ আসামির একজনের ৩ দিন এবং অপর দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন মোহাম্মদ রাসেল (২৮), মোহাম্মদ আমজাদ হোসেন (৩২) ও জয়নাল আবেদিন সুমন (২৩)। গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ খোন্দকার শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৬ এপ্রিল রাতে স্ক্র্যাপ জাহাজ এশিয়ান গ্লোরিতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাত দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মকিভাবে জাহাজের উপরে উঠে। এ সময় জাহাজে থাকা ইনচার্জ ধর্মজয় এবং গার্ডরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে তাদের মারধর করা হয়।
তিনি বলেন, আসামিরা স্টোর রুমের তালা ভেঙে স্টোরে ও জাহাজের বিভিন্ন জায়গায় থাকা পিতলের বুস, গেট বাল্ব, পাম্প মেশিন, ফ্লান্স, এস.এস ও তামা সহ আনুমানিক সাত মেট্টিক টন মালামাল নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী আটক
পরবর্তী নিবন্ধপাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ