দীর্ঘ নয় বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। তাদের এই জয়ে সবচাইতে বড় ভুমিকা রেখেছে দলটির অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা। তিন ম্যাচের দুটিতে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। গতকাল হোয়াইট ওয়াশ করার মিশনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নামলেও এই ম্যাচে সুবিধা করতে পারেনি সিকান্দার রাজা। রানের খাতা খোলার আগেই ফিরেছেন এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে। অপরদিকে হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংটা আগের দুই ওয়ানডের চেয়ে খারাপই হয়েছে বাংলাদেশের। একটা সময় তো মনে হচ্ছিল, লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হবে টাইগারদের জন্য । তবে সেই শঙ্কা কাটিয়ে দলকে লড়াই করার মত পূঁজি এনে দিয়েছিলেন তরুণ আফিফ হোসেন ধ্রুব। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৫৬ রানের পুঁজি এনে দেওয়ার মূল কারিগর ছিলেন এই আফিফ। ১২৪ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন বাঁহাতি এই ব্যাটার। বাকি সময়টাই তিনিই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেছেন। ৮১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ। দারুণ ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় ওয়ানডের ম্যাচ সেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে। এদিকে আগের দুই ওয়ানডেতে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছিলেন সিকান্দার রাজা । আগের দুই ম্যাচে দুটি সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। সে সুবাধে এই অল রাউন্ডার জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে ২৫২ রানের সঙ্গে বল হাতে ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার। তাই সিরিজ সেরার জন্য তার চাইতে যোগ্য কাউকে খুজে পাওয়াটা কঠিনই ছিল।