কে এম এজেন্সির পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন ফুটবল টুর্নামেন্ট গত মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস। উদ্বোধক ছিলেন স্পন্সর কে এম এজেন্সির স্বত্বাধিকারী মশিউল আলম স্বপন। সিজেএসসি সভাপতি দেবাশীষ বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, নাছির মিয়া, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, বিশিষ্ট শিল্পপতি সাইফউল্যাহ মানসুর প্রমুখ। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কর্মকর্তা এ জেড এম হায়দার, জাকির হোসেন লুলু, সুলতান মাহমুদ সেলিম, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক অধবদুল হান্নান মিরণ প্রমুখ। উদ্বোধনী খেলায় গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ৩-২ গোলে কামাল উদ্দিন স্মৃতি ভেটারেন ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের ফরহাদ, মানস ও পাভেল এবং বিজিত দলের বশিরুজ্জামান একাই গোল দু’টি করেন। ম্যাচ সেরা হন কাজী কামরুল ইসলাম পাভেল। অপর ম্যাচে ইফসুফ বলী স্মৃতি সংসদ ৩-১ গোলে চান্দগাঁও খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। মিন্টু, লোকমান ও জসিম এবং চান্দগাঁওয়ের একরাম গোল করেন। ম্যান অব দ্য ম্যাচ জাহাঙ্গীর আলম মিন্টু। এদিকে টুর্নামেন্টের ২য় দিনে গতকাল বুধবার নিজেদের প্রথম গ্রুপ লিগ ম্যাচে চকবাজার স্পোর্টিং ক্লাব আবু বক্করের দেয়া একমাত্র গোলে মোহরা ভেটারেন ফুটবল ক্লাবকে হারায়। সেরা খেলোয়াড় আবু বক্করের হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট শিল্পপতি সাইফউল্যাহ্ মানসুর। দিনের অপর ম্যাচে মুক্তিযোদ্ধা এজাহার মিয়া স্মৃতি সংসদ ২-১ গোলে চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়াচক্রকে পরাজিত করে। দর্শনীয় এক গোল করে প্রথমে সেলিম শেখ রাসেল ক্রীড়াচক্রকে এগিয়ে নিলেও পারভেজ একাই দু’গোল করে মুক্তিযোদ্ধা এজাহার মিয়া স্মৃতি সংসদকে রোমাঞ্চকর জয় এনে দেন। ম্যাচসেরা পারভেজ এর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) সভাপতি এস এম শহীদুল ইসলাম।
আজ খেলা নাই। আগামীকাল যথারীতি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় চান্দগাঁও খেলোয়াড় সমিতি ও আবদুল গণি কন্ট্রাক্টর স্মৃতি সংসদ এবং বিকেল ৪টায় চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ও ক্লাব ৯১ পরস্পরের মোকাবেলা করবে।