‘নীরবতা সম্ভব না’

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয় ‘নীরবতা সম্ভব না’ এর প্রদর্শনী গত ৬ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে তিনটি ভিন্ন ভিন্ন গল্পের মূকাভিনয় উপস্থাপনা ছিল। এগুলো হলো ‘প্রাণ প্রকৃতি’, ‘অনিল কাকা’ ও ‘যীশু আবার’।
সমসাময়িক বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে রচিত মূকাভিনয়গুলো যেন মানুষকে নীরবতা ভেঙে জেগে ওঠার মন্ত্র দিয়ে গেল। তার মূকাভিনয়ে জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয়, সাম্প্রদায়িক হানাহানি ও মানবমুক্তির বাণী চিত্রিত হয়েছে-কখনো দেহ ভাষায়, কখনো বাচিকতায়। রিজোয়ানের মূকাভিনয়ে প্রাচীন গ্রিক প্যান্টোমাইম ও বাংলা বর্ণনাত্মক নাট্যের ধারা অনুসৃত হয়েছে।
আয়োজনের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন প্রকৌশলী মৃণাল কান্ত বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এদিনের প্রযোজনার আলোক পরিকল্পনায় ছিলেন শাখাওয়াত শিবলী, আবহ সঙ্গীতে রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় ছিলেন তামিমা সুলতানা। এছাড়া বিভিন্ন প্রযুক্তিগত সহায়তায় ছিলেন তরুণ বিশ্বাস ও মোহাম্মদ আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন মেজবাহ চৌধুরী ও প্রযোজনা অধিকর্তা ছিলেন সোলেমান মেহেদী।

পূর্ববর্তী নিবন্ধইউটিউবে কে এগিয়ে?
পরবর্তী নিবন্ধ‘মুখ ও মুখোশ’ এর স্ক্রিপ্ট ও দুর্লভ পিয়ানো ফিল্ম আর্কাইভে