চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে গতকাল বুধবার নগর ভবনে মেয়রের অফিস কক্ষে সিএমপি নবনিযুক্ত কমিশনার কৃষ্ণপদ রায় সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সিটি মেয়র পোর্ট কানেকর্টিং রোড ও এয়ারপোর্ট রোডে অবৈধভাবে গড়ে ওঠা লরি, কর্ভার্ডভ্যান ও ট্রাক স্ট্যান্ড তুলে দেয়া এবং চসিকের উচ্ছেদ অভিযানে সহায়তা করার জন্য নবনিযুক্ত পুলিশ কমিশনারের প্রতি আহ্বান জানান।
এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আ.স.ম মাহতাব উদ্দিন (ক্রাইম এন্ড অপারেশন), এম এ মাসুদ (প্রশাসন ও অর্থ) উপ-পুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমান, চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আবুল হাসনাত মো. বেলাল, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতি. প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।