পটিয়া পৌর সদর থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। পরে বন রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় বাঘটিকে পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। বাঘটি লম্বায় ৩ ফিট এবং ওজন প্রায় ১৪ কেজির মত বলে বনবিভাগ সূত্রে জানা যায়।
গতকাল বুধবার রাতে একটি মেছো বাঘ (লতা বাঘ) পটিয়া পৌর সদর ৪নং ওয়ার্ডের ব্রাহ্মনপাড়া এলাকায় নেছার কলোনীর পাশে আনোয়ার হোসেনের বাড়িতে হাঁস মুরগি ধরতে আসলে বিপাকে পড়ে বাঘটি। জানা যায়, বুধবার ভোরে স্থানীয় লোকজন বাঘটি শিকল দিয়ে বেঁধে আটকে ফেলে। পরবর্তীতে পটিয়া বন রেঞ্জ কার্যালয়ে খবর দিলে শ্রীমাই বন বিট কর্মকর্তা ইফতেখার উদ্দীন, হেডম্যান মহিউদ্দীন, মাহাবুবুল আলম ঘটনাস্থলে গিয়ে বাঘটি উদ্ধার করে। পরে বিকাল ৩টার সময় বন বিভাগের লোকজন শ্রীমাই পাহাড়ে নিয়ে বাঘটি ছেড়ে দেয়।
পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা নুরুল আলম হাবিব জানান, মেছো বাঘটিকে স্থানীয়ভাবে লতা বাঘ বলা হয়। এগুলো সাধারণত পাহাড়ে বিভিন্ন পশু-পাখি খেয়ে জীবন ধারণ করে। বর্তমানে পাহাড়ী অঞ্চলে তাদের খাবার কমে যাওয়ায় লোকালয়ে হাঁস-মুরগিসহ বিভিন্ন পশু পাখি আহারের সন্ধানে চলে আসে । বাঘটিকে পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।









