কর্ণফুলী-পটিয়ায় ১২ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী ও পটিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ১২ ব্যবাসায়ীকে ৪৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে কর্ণফুলীতে ৯ ব্যবসায়ীকে ৪১ হাজার ৫০০ টাকা ও পটিয়ায় ৩ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। গত মঙ্গলবার রাত ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, ব্রিজঘাট, সৈন্যেরটেকসহ বিভিন্ন বাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী ও পটিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতিকুল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে এ অভিযান পরিচালনা করা হয়। পটিয়ার শহীদ ছবুর রোড, ষ্টেশন রোড, ক্লাব রোড ও মহাসড়কের মুন্সেফ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউএনও আতিকুল মামুন শতাধিক দোকানদারকে সতর্ক করে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা মানার আদেশ দেন।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান বন্ধ না করায় ৯ ব্যবসায়ীকে ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন ধরনের দোকান ও বিপনিবিতান রাত ৮ টার পর বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হেফজখানার ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানে বিদ্যুৎ সাশ্রয়ী অভিযানে জরিমানা