জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর জেলা জাতীয় পার্টির সমাবেশ

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিক উল আলম চৌধুরী। জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি সালাহ উদ্দিন খোরশেদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এরশাদ উল্লাহ, ফটিকছড়ির আহ্বায়ক এম এ হাশেম, হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক লোকমান সিকদার, রাঙ্গুনিয়ার আহ্বায়ক সাজ্জাদ সিকদার, সীতাকুণ্ড আহ্বায়ক বোরহান সিদ্দিকী, উত্তর জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মো. সেলিম, জেলা যুব সংহতির আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শফিউল আজম লিটন, জাপা নেতা জসিম উদ্দিন, এড. ফরিদ উদ্দিন, জেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মুছা তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব কাজেমুল হসান শাহেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, করোনা মহামারী পরবর্তী সময়ে মানুষ যখন অর্থনৈতিকভাবে নতুন করে ঘুরে দাড়ানোর চেষ্ঠা করছে সেই সময় হঠাৎ করে সরকার দেশের মানুষের কথা বিবেচনা না করে ৫০ ভাগের অধিক মূল্য নির্ধারণ করে জ্বালানী তেলের উপর প্রজ্ঞাপন জারী করেন। যে কারণে পরিবহন খরচ, কৃষকের উৎপাদিত কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে দেশের জনগণের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। বক্তারা অবিলম্বে বর্ধিত জ্বালানী মূল্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য পুনঃনির্ধারণ করে জনমনে স্বস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা চত্বরে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই বছরের প্রশিক্ষণে জাপান যাচ্ছেন চসিক পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক
পরবর্তী নিবন্ধবোয়ালখালী পৌরসভার ৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা