লোহাগাড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার(৯ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ মামলায় ১৭ হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মাইকিং করা হয়। জনকল্যাণে ও জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।