চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দিয়েছেন জওশন আক্তার নাসরিন রহমান। হাসপাতালের কনফারেন্স হলে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে জওশন আক্তার নাসরিন রহমান তাঁর প্রয়াত স্বামী সাবেক সিভিল সার্ভিস অব পাকিস্থান সিএসপি ও চট্টগ্রাম ও কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মরহুম সৈয়দ আমিনুর রহমানের নামে ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাতে গতকাল সোমবার এই চেক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মরহুম সৈয়দ আমিনুর রহমানের ছেলে ড.সৈয়দ আবিদুর রহমান ও তাঁর স্ত্রী নায়লা শারমিন শমী, ইমরেয়িাল হাসপাতালের সিইও রিয়াজ হোসেন, মরহুম সৈয়দ আমিনুর রহমানের কন্যা সৈয়দা হুমায়রা আমরিন রহমান ও সৈয়দা আয়েশা রহমান।
চেক গ্রহনকালে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন হাসপাতালটি এ অবস্থানে আসার পেছনে সকলের সহযোগিতা রয়েছে বলে উল্লেখ করে বলেন, রোগীদের কল্যাণে জওশন আক্তার নাসরিন রহমানের এই অনুদান চলার পথে পাথেয় হয়ে থাকবে। অধ্যাপক ডা. রবিউল হোসেন রোগীদের কল্যাণে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি