করপোরেট প্রতিষ্ঠান পিটুপির সিস্টার কনসার্ন উইকন প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে গতকাল সোমবার পিটুপির কনফারেন্স রুমে ঢাকা ব্যাংক লিমিটেডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে উইকন প্রপার্টিজের গ্রাহকরা মাত্র ০.৫ শতাংশ প্রসেসিং ফি দিয়ে ২৫ বছর মেয়াদে ২ কোটি টাকা পর্যন্ত ৭.৯৯% সুদে হোম লোন পাবেন। এছাড়া ঢাকা ব্যাংকের কার্ড হোল্ডাররা পিটুপির প্রিমিয়াম ক্লদিং ব্র্যান্ড স্ট্রাইপ, পিটুপি ফার্নিচার এবং পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে ২৪ মাসের ‘ইএমআই’ সুবিধা এবং নগদ পরিশোধে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
পিটুপির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী ও ঢাকা ব্যাংকের পক্ষে ইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পিটুপির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, উইকন প্রপার্টিজের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ মাসুদ চৌধুরী এবং ব্যবস্থাপক (পিআর) সৈয়দ রিদওয়ান উর রহমান, ঢাকা ব্যাংক লিমিটেডের ইভিপি ও রিজিওনাল হেড নুরুল আরশাদ চৌধুরী, এসভিপি ও জুবিলী রোড শাখা প্রধান মোহাম্মদ বদরুল আলম শাহরিয়ার, এসএভিপি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এভিপি আতাউর রহমান প্রমূখ। উল্লেখ্য, নির্মাণ শিল্পের সবকিছু একই ছাদের নিচে এনে ২০১৯ সালে যাত্রা শুরু করে পিটুপির অঙ্গ প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ। বর্তমানে চট্টগ্রামের প্রাইম লোকেশনে উইকনের বেশ কিছু প্রজেক্ট চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।