নগরীর গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় পরিমাপে তেল কম দেওয়ায় বায়েজিদের আমিন জুট মিল ফিলিং স্টেশন ও অক্সিজেন মোড় এলাকার হাজী এ ওয়াজেদ এন্ড সন্স ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের কাছে ডিজেল, অকটেন পরিমাপে কম দেয়ায় গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন এ জরিমানা করেন। বিএসটিআই সংশ্লিষ্টদের ও আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আজাদীকে বলেন, নগরজুড়ে অভিযান চালিয়ে ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্যে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও প্রতি ১০ লিটার অকটেনে ৪৪০ মিলি কম পাওয়া যায়। একপর্যায়ে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট বলেন, অক্সিজেন মোড় এলাকার হাজী এ ওয়াজেদ এন্ড সন্স ফিলিং স্টেশনেও আমরা অনিয়ম পায়। প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়া যায়। এ অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ২ টি মামলার মাধ্যমে উক্ত ১ লাখ টাকা আদায় করা হয়েছে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।