লোহাগাড়ায় ৪১ মামলায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৮:৩১ অপরাহ্ণ

লোহাগাড়ায় ৪১ মামলায় ১২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, অনিবন্ধিত মোটরযান, ত্রি-হুইলার, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালানোসহ বিভিন্ন অপরাধে ৪১ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় সড়ক পরিবহন আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়।

এছাড়া মহাসড়কে ত্রি-হুইলার চলাচল করতে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রতিপালনের জন্য চালকদের নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈসহ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ১৮ হাজার ইয়াবাসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর যুবকের মৃত্যু