লোহাগাড়ায় ৪১ মামলায় ১২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, অনিবন্ধিত মোটরযান, ত্রি-হুইলার, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালানোসহ বিভিন্ন অপরাধে ৪১ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় সড়ক পরিবহন আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়।
এছাড়া মহাসড়কে ত্রি-হুইলার চলাচল করতে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রতিপালনের জন্য চালকদের নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈসহ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।