মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনায় রাখা জরুরি

নাগরিক উদ্যোগের সভায় সুজন

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে বিবেচনায় রাখার অনুরোধ জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। গতকাল বিকেল ৫টায় নাগরিক উদ্যোগের এক সভায় এ অনুরোধ জানান সুজন।
এ সময় তিনি বলেন, দুই বছরের করোনার ক্ষতি এবং রাশিয়া-ইউক্রেন স্বাভাবিভাবে সারা বিশ্বব্যাপী একটি সংকট তৈরী করেছে। বাংলাদেশও সে সংকট থেকে দূরের কোন রাষ্ট্র নয়। সরকার অনেক ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে থাকে আবার অনেক ক্ষেত্রে পণ্যের অত্যধিক মূল্য বৃদ্ধি হয়। তাই যেকোনো মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে বিবেচনায় রাখা একান্ত জরুরি। তেলের অত্যধিক মূল্যবৃদ্ধির ফলে চক্রাকারে সকল পণ্যের দাম বৃদ্ধি হবে। এতে করে সাধারন মানুষ আরো চাপে পড়বে। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে অত্যধিক সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানান তিনি।
তাছাড়া লোডশেডিংয়ের সময়সূচি নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানান তিনি। এতে করে গ্রাহকরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি ব্যবস্থাপনার জন্য একটি জাতীয় জ্বালানি নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানান তিনি।
নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ এবং সদস্য সচিব মো. হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহুল আমিন তপন, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, শিশির কান্তি বল, মোরশেদ আলম, হাফেজ মো. ওকার উদ্দিন, শেখ মামুনুর রশীদ, জাহেদ আহমদ চৌধুরী, অনির্বান দাশ বাবু, সমীর মহাজন লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ড্রীমকাস্টের শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধইডিইউতে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ