বাংলাবাজারে বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

নগরীতে বজ্রপাতে বুলবুল (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজারে এ ঘটনা ঘটে। নিহত বুলবুল বাংলাবাজার জামতলা মুক্তিযোদ্ধা কলোনীর বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বাংলাবাজার ২ নং গলিতে নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলায় কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন বুলবুল। সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগর লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমানব কল্যাণে কাজ করার বিকল্প নেই