পটিয়ার প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১ যুগপূর্তি অনুষ্ঠান গত ২৯ তারিখ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে’ স্লোগান নিয়ে ১ যুগ পূর্তিতে আয়োজনের মধ্যে ছিল কথামালা ও শুভেচ্ছা জ্ঞাপন, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা মাসুদ বকুলের সভাপতিত্বে ও একাডেমির নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুক রবির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের শৈল্পিক পরিচালক নাট্যকার আহমেদ ইকবাল হায়দার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, আসিফ সিরাজ, বিজন চক্রবর্ত্তী, আবদুল হালিম দোভাষ, মিলন কান্তি দে, অধ্যাপক অজিত কুমার মিত্র, আ.ফ.ম. মোদাচ্ছের আলী, সাইফ চৌধুরী, পংকজ চক্রবর্তী, শিবু কান্তি দাশ, কবিয়াল আবু ইউছুপ, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, আবদুল মান্নান, আবদুল হাকিম রানা, অধ্যাপক ভগিরত দাশ, লায়ন মো. আবু ছালেহ, প্রণব চৌধুরী, আহমেদ কবির, শ্যামল কান্তি দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।