ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের উদ্যোগে আজ ৫ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় চেড়াগি পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে ‘আজ শুধুই রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাইশে শ্রাবণ রবীন্দ্র-প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি, গান আর কথামালা দিয়ে সাজানো হয়েছে এই রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি