মমতার মন্ত্রিসভায় রদবদল নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ

| বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি অর্থপাচার মামলায় পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়ার দেড় সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গতকাল রাজভবনে গভর্নর লা গণেশনের কাছে নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। খবর বিডিনিউজের।

যে ৮ জন শপথ নিয়েছেন তারা হলেন উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী ও সত্যজিৎ বর্মন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৪৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচীনে ছুরি হামলায় নিহত ৩, আহত ৬