রোটারি বিশ্বজুড়ে মানবতার কল্যাণে নিরলস কাজ করছে

আগ্রাবাদ রোটারি ক্লাবের অভিষেকে ড. শিরীণ আখতার

| বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

আগ্রাবাদ রোটারি ক্লাবের ৪৬তম অভিষেক অনুষ্ঠান নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম চেয়ারম্যান ক্লাবের সাবেক সভাপতি রোটা. ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শিরীণ আখতার। সম্মানিত অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিরেক্টর অনিরুদ্ধ রায় চৌধুরী। উৎসবমুখর পরিবেশে সদ্য বিদায়ী সভাপতি নতুন বছরের সভাপতি রোটা. জাফর আহমেদের নিকট কলার হস্তান্তর করেন এবং নতুন সভাপতি তার বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেন।

প্রধান অতিথি প্রফেসর ড. শিরীণ আখতার শুভেচ্ছা বক্তব্যে বলেন, রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বের একটি প্রাচীনতম মানবতাবাদী সেবামূলক সংগঠন যেটি ‘স্বার্থের ঊর্ধ্বে সেবা’- এই মূলনীতিকে ধারণ করে সারা দুনিয়ায় রোটারি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রোটারি বিশ্বকে পোলিও মুক্ত, শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জলসহ সমাজের সর্বস্তরের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণে নিরলস কাজ করছে যা খুবই প্রশংসনীয়।

অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ আউয়াল, খালেদা আদিব আউয়াল, ড. মীর আনিসুজ্জামান, রোটা. পিপি রোটারিয়ান শেরিন বন, রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিই রোটা. ইঞ্জিনিয়ার মতিউর রহমান, অ্যাসিটেন্ট গভর্নর রোটা. ডা. ঝুলন দাশ শর্মা, রোটা. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, রোটা. পি পি প্রফেসর ডা. পান্নালাল সাহা, ক্লাব প্রেসিডেন্ট রোটা. জাফর আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপ্রথম সপ্তাহে ২ কোটি ডলার আয় ‘ডিসি লিগ অব সুপার-পেটস’র