ইউএসটিসির বিতর্ক প্রতিযোগিতা

| বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ছাত্র কল্যাণ উপদেষ্টা কমিটি গত ২ আগস্ট একটি আন্তঃবিভাগ উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ও ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নুরুল আবসার, রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, পরিচালক আইকিউএসি ড. সৈয়দ আলী ফজল।

এতে বক্তারা বলেন, ইউএসটিসি কেবল মানসম্মত শিক্ষাই নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়, এর পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার জন্য পাঠ্যক্রমের বাহিরেও প্রতি সেমিস্টারে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করতেও প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিক নির্বাচনে বিভিন্ন বিভাগ থেকে ১৫ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে ৫ জন শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।

গভীর বিশ্লেষণ ও বিচারের পর অনুষ্ঠানের তিন বিচারক রনি চন্দ্র শীলকে চ্যাম্পিয়ন, আসমা আক্তার উদ্দিনকে ১ম রানার আপ এবং শাফায়েত উল্লাহ মারুফকে এই প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ হিসেবে ঘোষণা করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দৃষ্টি চট্টগ্রামের সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, এবং যুগ্ম সচিব কাজী আরফাতুল ইসলাম। বিচারকরা এই ধরনের বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের দায়িত্বভার হস্তান্তর
পরবর্তী নিবন্ধরোটারি বিশ্বজুড়ে মানবতার কল্যাণে নিরলস কাজ করছে