অসহায়ত্বের দাবানলে পুড়ে মেয়েরা খুব অসহায়। আর অসহায় বলে নারীরা খুব কাঁদে। মেয়েরা কাঁদে! কারণে, অকারণে কাঁদে! কখনও নিজের জন্য, কখনও প্রিয় মানুষগুলোর জন্য! আবার কখনও নিজের আসল বাড়িটা খুঁজে না পাওয়ার জন্য! মেয়েরা ভাসমান থাকে আজীবন! কখন-ও বাপের বাড়ি, কখনও শ্বশুর বাড়ি, কখনও সন্তানের বাড়ি! আর শেষমেষ নিকস অন্ধকারে! সারাজীবন উৎসর্গ করে তবু মেয়েদের জানা হয় না, সে আসলে কোন বাড়ির ফিঙড মেম্বার!
তবুও মেয়েরা চারপাশ সামলায়! বেঁচে থাকে! কখনও মূল্য নিয়ে, কখনও মূল্যহীন হয়ে! তবু সে ভালো থাকতে চায় নিজের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য! সবার জীবন একটা হলে-ও মেয়েদের জীবনে জন্ম আসে কয়েকবার! কারো সুখের জন্ম! কারো বিষাদের জন্ম! জন্মান্তরে মেয়েরা চিরকালই শুকনো পাতা! কুড়মুড় করে ভাঙার অধিকার কেবল মেয়েদেরই!
পাহাড় যেমন ধসে পড়ে ভূমিকম্পের মতো! মেয়েরাও ধসে পড়ে অনেকবার, বহুবার। কিন্তু এই ধসে পড়া দেখায় না এই নিষ্ঠুর নারী। তারা শুধু কষ্টকে বয়ে বেড়ায় আজীবন। তারা ভাবে জীবন তো একটাই! তাই নারীদের ভালোবাসুন, সম্মান করুন।