চন্দনাইশে জাহিদ হত্যা মামলার ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৯:৫৮ অপরাহ্ণ

চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারাস্থ জিহস ফকিরপাড়া এলাকায় কলেজ ছাত্র জাহিদুল ইসলাম হত্যা মামলার ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি দেয়া আসামিরা হলো মো. সাজ্জাদ হোসেন (২৫), শাহাদাত হোসেন সিহাব (২১) ও কামরুল ইসলাম ইমন (২২)।

জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হয় গাছবাড়ীয়া কলেজের ছাত্র জাহিদুল ইসলাম(১৭)।

এ ব্যাপারে তার পিতা জাহাঙ্গীর আলম বাদি হয়ে চন্দনাইশ থানায় ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

গত ২১ জুন মামলার অন্যতম আসামি সাজ্জাদ ও সিহাব, ২৮ জুন ইমন হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন আগাম জামিন লাভ করে। জামিনের মেয়াদ শেষে গত ১৮ জুলাই সাজ্জাদ ও সিহাব, ২৫ জুলাই ইমন আদালতে আত্মসমর্পন করলে বিচারক আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পরবর্তীতে আসামিদের রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের ২ দিনের করে রিমান্ড মঞ্জুর করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদের পর গত ৩০ জুলাই সাজ্জাদ ও সিহাব, ১ আগস্ট ইমন হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আসামি ইমনের স্বীকারোক্তি মতে গতকাল ১ আগস্ট(সোমবার) রাতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ের কাছে বাংলাদেশের প্রথম সিরিজ হার
পরবর্তী নিবন্ধপেকুয়ায় মা-বাবার সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা