কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ কাঊসার নামে এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আজ মঙ্গলবার(২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন-এর নবাগত অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর।
তিনি জানান, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন-এর একটি দল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর পেয়ে আই ব্লকে অভিযানে যায়। এসময় মুখোশধারী সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা এপিবিএন-এর মুখোমুখি হলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে ১৬ এপিবিএন-এর কন্সটেবল মোহাম্মদ কাঊসার গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্যাম্প হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনার পর ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ত্রাসীদের আটকের ব্যাপারে অভিযান চলছে।