বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি পারফরম্যান্স মোটেও ভালো না। বিশেষ করে টেস্টে যেন একটু বেশিই খারাপ। আর এটি নিয়ে সমালোচনার শেষ নেই। টি-টোয়েন্টিতেও প্রত্যাশিত মানে উন্নিত হতে পারছেনা বাংলাদেশ। তবে ওয়ানডেতে দল হিসেবে বেশ দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। পারফরম্যান্সের বিচারে এখন বড় দলগুলোর কাতারেই রাখা যায় টাইগারদের। বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স নিয়ে প্রশংসা করা হয়েছে খোদ আইসিসির বার্ষিক সভায়।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানিয়েছেন। আইসিসি সভাশেষে দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় নিজামউদ্দিন বলেন, ওয়ানডে সুপার লিগে ওপরে আছে বাংলাদেশ। এটা আমাদের জন্য এটা হয়তো বড় ফ্যাক্টর। আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা বড় বিষয় হয়ে যায়। আইসিসি বার্ষিক রিপোর্টেও এটাকে বেশ হাইলাইট করেছে। বিশেষ করে আমাদের ওয়ানডে টিমের পারফরম্যান্সকে। আমরা সবাই বিষয়টা নিয়ে অত্যন্ত আনন্দিত।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে চাওয়া অনুযায়ী ম্যাচ বাড়ানো বা বেশি খেলার প্রত্যশার কাছাকাছি যেতে পেরেছে বাংলাদেশ । দুয়েকটা জায়গায় আমাদের হয়তো কিছু ঘাটতি আছে। সেটাও আশা করছি পুরন হয়ে যাবে। আইসিসিতে রাজস্ব বণ্টন বেড়েছে কি না তেমন প্রশ্নের জবাবে বিসিবি সিইও বলেন আইসিসিতে রাজস্ব বণ্টন নির্দিষ্ট কোনো দেশের জন্য আলোচনা হয় না এবং সেটার সুযোগও নেই।