গত রোববার রাতে দারুন এক জয়ের পর যখন সবাই আনন্দ করতে ব্যস্ত তখন আঙ্গুলের ব্যাথায় যেন কাবু অধিনায়ক নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের ইনিংসের সময় শরীফুলের বলে আঙ্গুলে আঘাত পেয়েছিলেন সোহান। পরে দলের ফিজিও জানিয়ে দিলেন তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। ওয়ানডে সিরিজও মিস করবেন তিনি। মাথার উপর যেন আকাশ ভেঙ্গে পড়ার মত দশা বাংলাদেশ শিবিরে। কারন এমনিতেই দলটি তারুন্য নির্ভর।
তার উপর সিরিজ নির্ধারনী ম্যাচে থাকছেনা অধিনায়ক। কিন্তু নিয়তির নির্মমতা মেনে নেওয়া ছাড়া কোন উপাইও নেই। আজকে তাই নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। আর সে নতুন অধিনায়কের নামও ঘোষনা করা হয়েছে । মোসাদ্দেক হোসেন সৈকত সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। তাছাড়া দলে পরিবর্তণ আনা হয়েছে একটি। টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে দেওয়া মাহমুদ উল্লাহকে ফিরিয়ে আনা হয়েছে দলে।
ওয়ানডে সিরিজের দলের সদস্য হিসেবে তিনি এখন জিম্বাবুয়েতে রয়েছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। শেষ ম্যাচে অধিনায়ক কে হতে পারে তা নিয়ে বেশ আলোচনা চলছিল। কেউ কেউ ধারনা করছিলেন লিটন দাশের হাতে উঠতে পারে অধিনায়কত্বের দায়িত্ব। যদিও এই সিরিজের জণ্য সহ অধিনায়কের কোন নাম ঘোষনা করা হয়নি।
কিন্তু শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেন সৈকতকেই বেছে নিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করে দলকে দারুন জয়ে উপহার দিয়েছেন মোসাদ্দেক। ক্যারিয়ারে প্রথমবারের মত টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন মোসাদ্দেক। মুলত তার সে পারফরম্যান্স হয়তো মোসাদ্দেককে অধিনায়কের দৌড়ে এগিয়ে রেখেছে।