নির্দেশ পাওয়ার পরও সম্পদ বিবরণী দাখিল না করায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের দণ্ড পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখার সাবেক কানুনগো মো. আকবর খান। গতকাল সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন।
দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬/২ ধারায় মো. আকবর খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে তা পরিশোধে ব্যর্থ হলে ৩ মাসের কারাদণ্ড ভোগ করবেন তিনি। তিনি বলেন, সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্দেশ পেয়েও তা দাখিল করেনি কানুনগো দণ্ডপ্রাপ্ত আসামি মো. আকবর খান।
এ ঘটনায় ২০১০ সালের ২২ নভেম্বর দুদক চট্টগ্রাম-১ এর তৎকালীন উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মো. আকবর খানের বিরুদ্ধে মামলাটি করেন। আদালত সূত্র জানায়, মামলা দায়ের পরবর্তী ২০১১ সালের ২৯ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক চট্টগ্রাম-১ এর তৎকালীন উপপরিচালক হুমায়ুন কবির মো. আকবর খানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১৮ জুন তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ হয়।