তারুণ্য নির্ভর একটি দল নিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শুরুটা ভাল হয়নি। অবশ্য দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে নুরুল হাসান সোহানের দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সমতায় ফিরেছে টাইগাররা। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি।
গত রোববার দ্বিতীয় ম্যাচে জয়ের আনন্দের পাশাপাশি দুঃসংবাদ পেতে হয়েছে টাইগারদের। আঙ্গুলে আঘাত পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে প্রথম জয় পাওয়া অধিনায়ক সোহানকে। ফলে আজ নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া দলে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহকে। তবে অধিনায়ক হোক কিংবা একাদশে পরিবর্তন যাই হোক না কেন বাংলাদেশের লক্ষ্য কিন্তু একটাই, সিরিজ জয় নিশ্চিত করা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।
প্রথম ম্যাচে বোলিংটা ভাল হয়নি বাংলাদেশের। ফলে স্বাগতিকরা দুইশর বেশি রান তুলে নেয়। অব্যশ ব্যাটিংটা মন্দ হয়নি। তবে ১৮৮ রান করলেও ১৭ রানে হারতে হয় বাংলাদেশকে। শুরুর সে ধাক্কাটা বেশ ভালভাবেই সামলে নেয় টাইগারর দ্বিতীয় মাচে। বল হাতে একজন মোসাদ্দেক হোসেন উড়িয়ে দিল জিম্বাবুয়েকে। এই অল রাউন্ডারের ক্যারিয়ার সেরা বোলিং এর সুবাধে ১৩৫ রানে থামিয়ে দেয় জিম্বাবুয়েকে। আর সে রান তাড়া করতে নেমে লিটন দাশের ঝড়ের পর আফিফের দায়িত্বশীলতায় ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে সিরিজে এখন বিরাজ করছে সমতা। আজ তাই সিরিজ জিততে মরিয়া দুই দলই।
বাংলাদেশ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান খেলতে না পারলেও তার জায়গায় অভিজ্ঞ মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে। কাজেই মাঠে তরুণদের গাইড করার মত একজনকে পেল বাংলাদেশ। দলে আরো পরিবর্তনের আভাস মিলেছে। সুযোগ মিলতে পারে চট্টগ্রামের ছেলে বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমনের। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়া মুনিম শাহরিয়ারের জায়গায় আজ খেলতে পারেন ইমন।
তরুণ একটি টি-টোয়েন্টি দল গঠনের পরীক্ষা নীরিক্ষার জন্য সবচাইতে উত্তম সুযোগ ছিল এই জিম্বাবুয়ে সফর। এখন সিরিজ জিতে সে তরুণদেরকেই প্রমাণ দিতে হবে তারা প্রস্তুত হচ্ছেন। আগের দুই ম্যাচে পেসাররা ভাল করতে পারেনি মোটেও। মোস্তাফিজ প্রথম ম্যাচে ৫০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তাসকিন ৪২ এবং শরীফুল ৪৫ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তাসকিনের জায়গায় ফেরানো হয় হাসান মাহমুদকে। তিনি ১ উইকেট নিলেও ৪ ওভারে রান দিয়েছেন ২৬। মোস্তাফিজ ৩০ রানে নিয়েছেন এক উইকেট। আর শরীফুল ৩৭ রান দিয়ে পাননি কোনো উইকেট। তাই আজ তৃতীয় ম্যাচে তাদেরও নিজেদের প্রমাণ করার পালা।