গেটম্যান সাদ্দামের ভুল স্বীকার

মীরসরাই দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার সময় গেটকিপার সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন না বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ জন্য তিনি অনুতপ্ত হয়ে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ভুল স্বীকার করেছেন। গত শুক্রবার বেলা পৌনে ২টার দিকের ওই সংঘর্ষের ঘটনায় ১১ জন নিহত হয়। ঘটনার পর রেলওয়ে পুলিশ সাদ্দামকে আটক করে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করে। একই অভিযোগে রেল কর্তৃপক্ষ সাদ্দামকে সাময়িক বহিষ্কার করে।

এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম আজাদীকে জানান, আটককৃত গেটকিপার সাদ্দাম হোসেন স্বীকার করেছেন যে-তিনি ২৯ জুলাই ট্রেন-মাইক্রোবাস সংর্ঘষের সময় ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে এলাকায় ছিলেন না।

তিনি তখন জুমার নামাজে ছিলেন। লেভেল ক্রসিংয়ের বারও (ব্যারিয়ার) ফেলা ছিল না। এজন্য অনুতপ্ত হয়ে তিনি ভুল স্বীকার করেছেন। ভুল স্বীকার করায় তাকে রিমান্ডের আবেদন করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে টয়লেটের ভেতর থেকে দোকানির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমহাসড়কে টায়ার জ্বালিয়ে পদবঞ্চিতদের অবরোধ