মুক্ত নগ্ন আকাশ সংস্কৃতি ও মাদকের বিস্তার নিয়ন্ত্রণ, যুব সমাজের ভ্রষ্টতা ও নৈতিক অবক্ষয় ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ১ মহররম হিজরি নববর্ষের দিনটিতে সরকারি ছুটি ঘোষণার আহ্বান জানানোর মধ্য দিয়ে হিজরি নববর্ষ ১৪৪৪ কে বরণ করা হয়েছে। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ১৩তম হিজরি নববর্ষ বরণে নানা কর্মসূচি নেয়া হয়।
গতকাল রবিবার নগরীর মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী হিজরি বর্ষবরণ অনুষ্ঠানে হামদ, না’তে রাসূল (দ), গজল, মরমী, মাইজভাণ্ডারী ও উজ্জীবনধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মাধ্যমে হিজরি নতুন বছরকে বরণ করে নেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও খুদে শিল্পীরা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান।
উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। প্রধান আলোচক ছিলেন এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত সম্মেলন সংস্থা-ওএসি সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। স্বাগত বক্তব্য রাখেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।
হিজরি নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব সৈয়দ আবু আজম ও মুহাম্মদ আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হিজরি বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন স উ ম আব্দুস সামাদ, কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, শাহ নূর মুহাম্মদ আলকাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভী, অধ্যক্ষ ড. মুহাম্মদ ইসমাইল নোমানী, অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, ড. মাসুম চৌধুরী প্রমুখ।
হিজরি নববর্ষ উদ্যাপন মঞ্চ : ১৪৪৩ হিজরি বিদায় ও ১৪৪৪ হিজরিকে স্বাগতম উপলক্ষে আলোচনা সভা হিজরি নববর্ষ উদ্যাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে মোমিন রোড কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা মঈনুদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা মো. আইয়ুব, লায়ন মো. এমরান, মো. মুহাম্মদ মাসুদ করিম, ইঞ্জি. গিয়াস উদ্দীন, মো. আনিছুর রহমান, মো. হাবিব, মো. মনির উদ্দীন, মো. মসরুর রহমান, মো. ফোরকান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।