সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর আজ অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জিয়া সরকারের মন্ত্রীসভারও সদস্য ছিলেন। অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ মরহুম ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের নিজ বাড়ি সীতাকুণ্ডের রহমতনগরস্থ পারিবারিক কবরস্থানে সকালে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। পারিবারিকভাবে গ্রহণ করা এ সব কর্মসূচিতে মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলা বিএনপির পক্ষ থেকেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এল কে সিদ্দিকী ১৯৩৯ সালের ১৫ এপ্রিল সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে জন্মগ্রহণ করেন। নানা সামাজিক কর্মকাণ্ডেও তিনি নিবেদিত ছিলেন। তিনি রোটারি গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ও আগ্রাবাদ মহিলা কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। তিনি দৈনিক আজাদীর নিয়মিত কলাম লেখক ছিলেন। ‘ফেলে আসা দিনগুলো’ এবং ‘ফেলে আসা দিনগুলো ও অন্যান্য’ নামে তাঁর দুইটি জনপ্রিয় গ্রন্থ রয়েছে।