নওজোয়ান গ্রীণ এবং লাকী স্টারের জয়লাভ

সিডিএফএ রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ আগস্ট, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

সিডিএফএ রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগের ‘বি’ গ্রুপে সেমিফাইনাল পর্বে উঠার লড়াই বেশ জমে উঠেছে। গতকাল রোববার ‘বি’ গ্রুপে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এবং ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করে। যদিও এই গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। তবে গ্রুপের চারটি দল সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে। গতকালের জয়ী আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ চার খেলা শেষে ৯ পয়েন্ট পেয়েছে। তাদের আরো একটি খেলা বাকি আছে ফ্রেন্ডস ক্লাবের সাথে। ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব চার খেলা শেষে ৮ পয়েন্ট পেয়েছে। তাদের খেলা বাকি আছে বাংলাদেশ রেলওয়ে এস এ’র সাথে। এছাড়া ফ্রেন্ডস ক্লাব তিন খেলা শেষে ৭ পয়েন্ট এবং সমান খেলায় কিষোয়ান স্পোর্টস ৬ পয়েন্ট পেয়েছে। এ দুটি দলের দুটি করে খেলা বাকি আছে।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ৩-১ গোলে বাংলাদেশ রেলওয়ে এস কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। নওজোয়ানের গ্রীণের পক্ষে আবদুল মাজিদ খেলার ১৮ মিনিটে প্রথম গোল করেন (১-০)। ৩৪ মিনিটে গোলসংখ্যা দ্বিগুন করেন দলের মিনহাজুর রহমান (২-০)। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩৬ মিনিটে আবারো গোল পায় নওজোয়ান গ্রীণ। এবার গোল করেন দলের সাইফুল ইসলাম শান্ত (৩-০)। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে একটি গোল পরিশোধ করতে সমর্থ হয় বাংলাদেশ রেলওয়ে। দলের আজ্জাম এ গোলটি শোধ দিলে ব্যবধান দাঁড়ায় (৩-১)। রেলওয়ে চার খেলা শেষে ৩ পয়েন্ট পেয়েছে।

একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ৪-২ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। খেলার শুরু থেকেই লাকী স্টার ক্লাব মির্জাপুরের গোলমুখে ঝাঁপিয়ে পড়ে। তা থেকে চার মিনিটেই তারা গোল আদায় করে নিতে সক্ষম হয়। তাদের একটি আক্রমন কয়েকজনের পা ঘুরে ফেরত আসে। ফিরতি বল পান দলের মিজবাহউদ্দিন। লম্বা শটে বল জালে জড়িয়ে দিতে দেরী করেননি তিনি (১-০)। উপর্যুপরি আক্রমনে ১৭ মিনিটে আবারো গোল পায় লাকী স্টার। দিদার আলম তামিম গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে রাখেন। এরপরই পাল্টা আক্রমনে গোল শোধের একটি সুযোগ পায় মির্জাপুর। তবে দলের আবদুল কাইয়ুম সামির দু’দফা চেষ্টা করেও বল জালে রাখতে পারেননি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাকী স্টার ক্লাব। দ্বিতীয়ার্ধে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি নিজেদের বদলে ফেলে। খেলায় ফিরে আসতে তারাও আক্রমনে উঠতে থাকে। ৪৩ মিনিটে ১টি গোল শোধ করে দেয় তারা। লাকী স্টারের রক্ষণভাগের ভুল বোঝাবুঝিতে মির্জাপুরের আবদুল কাইয়ুম সামির বল আয়ত্বে নিয়ে জালে ঢুকিয়ে দেন (১-২)। ৪৯ মিনিটে খেলায় সমতা নিয়ে আসেন মির্জাপুরের জাহিদ হাসান। ফাঁকায় বল পেয়ে গোল করেন তিনি (২-২)। বেশিক্ষণ স্থায়ী হয়নি এ সমতা। ৫০ মিনিটে লাকী স্টারের পক্ষে গোল করে বসেন দিদার আলম তামিম।

এগিয়ে যায় তারা ৩-২ গোলে। ৬৭ মিনিটে আক্রমনে উঠে লাকী স্টার ক্লাব। বক্সে আক্রমণভাগের খেলোয়াড়কে জার্সি টেনে ধরেন মির্জাপুরের জাহিদ হাসান। রেফারী তাকে হলুদ কার্ড দেখান এবং লাকী স্টারের পক্ষে পেনাল্টির বাঁশী বাজান। পেনাল্টি নেন দু’গোল করা দিদার আলম তামিম। পেনাল্টি থেকে গোল করে এবারের লিগে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন তামিম (৪-২)। এর কিছু পরেই রেফারী শেষ বাঁশী বাজিয়ে দেন। মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি চার খেলায় অংশ নিয়ে চারটিতেই পরাজিত হয়েছে। কোন পয়েন্ট নেই তাদের।

কিশোর ফুটবল লিগে আজকের প্রথম খেলায় অংশ নেবে ফ্রেন্ডস ক্লাব এবং কিষোয়ান স্পোর্টস (বিকাল-২.৩০টা)। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে আব্দুস সোবাহান ফুটবল দল এবং আলোর ঠিকানা (বিকাল-৪টা)। দুটো খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমুশফিক রিয়াদদের বিশ্রাম দেওয়া হয়েছে : পাপন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৩৫ কোটি টাকা