সেতারের মোহন জাদুতে মুগ্ধ করলেন সেতারবাদক, সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা, স্পেনপ্রবাসী সাজেদ উল আলম। তিনি ‘বসন্ত্ত মুখার’ নামে দীর্ঘ জটিল এক রাগ পরিবেশন করেন। তার পরিবেশনা হলভর্তি দর্শককে ঐন্দ্রজালিক আবহে আচ্ছন্ন করে রাখে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন লিটন মিত্র।
ক্লাব কলেজিয়েট চিটাগাং লিমিটেডের উদ্যোগে এবং সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী ও ছোটকাগজ তৃতীয় চোখের সহযোগিতায় গত ৩০ জুলাই থিয়েটার ইনস্টিটিউটে ‘একক পৃথিবী’ শিরোনামে সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব কলেজিয়েটের চেয়ারম্যান প্রফেসর ড. মোহীত উল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য ডা. আ. ম. ম. মিনহাজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
বিশেষ অতিথি ছিলেন বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। ড. সুমন হায়াত ও বিবি আয়েশা সুমির সঞ্চালনায় ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পী শীলা চৌধুরী রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ ও রজনীকান্তের গান পরিবেশন করেন। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ইংল্যান্ড প্রবাসী বিজ্ঞানী ড. মাসিহ উল আলম ও বিজ্ঞানী ড. রওশন চৌধুরী জলী বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত, চট্টগ্রামের আঞ্চলিক সংগীত একক ও দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন।
উল্লেখ্য, শিল্পী সাজেদ সাহিত্যিক মাহবুব উল আলমের সন্তান। তিনি ভারতীয় সংগীতের সঙ্গে বিভিন্ন সংগীত ঘরানার মিশ্রণ করে নাচো ক্যানো, গিওভান্নি হিডালগো, উইলিয়াম সেপিদা, অ্যামোরেস, ওমর সোসাসহ খ্যাতিমান শিল্পীর সঙ্গে বাজান।