টেকনাফে ২৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১ আগস্ট, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার ভোর ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা।

তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি বলে জানান বিজিবির এ কর্মকর্তা। কর্নেল খালিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবরে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি কাঠের নৌকায় করে তিন চারজন ব্যক্তিকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে ওই ব্যক্তিরা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে এবং মাছ ধরার জালের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ২৭৮ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য। উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি সাড়ে ৮৯ লাখ ৪০ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে ২৫ কেজি কারেন্ট জাল ও মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করেছেন তারা। মাদকগুলো ধ্বংস করার জন্য স্টোরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৫ শিক্ষার্থী ও নয় গবেষককে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধদশদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু