গত ২২ জুলাই চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরননাহার মিলনায়তনে বিশিষ্ট কথাসাহিত্যিক দীপক বড়ুয়ার গল্পগ্রন্থ ‘নীল আকাশে ঘুড়ির দেশে’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শিশুসাহিত্যিক রাশেদ রউফ। স্বাগত বক্তব্য রাখেন শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ। আলোচনায় অংশ নেন ছড়াশৈলী সম্পাদক কবি কাসেম আলী রানা, গল্পকার বিপুল বড়ুয়া এবং শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। প্রফেসর রীতা দত্ত বইটির চমৎকার প্রচ্ছদের প্রশংসা করেন।
পুরো বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, প্রকৃতির থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যজন সনজীব বড়ুয়া, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কবি ও শিশু সাহিত্যিক আজিজ রাহমান, কথাসাহিত্যিক মিলন বণিক, লেখক এস.এম. মোখলেছুর রহমান, প্রাবন্ধিক সনজিত আলম, কবি অমিত বড়ুয়া, কবি ডা. কল্যাণ বড়ুয়া এবং কবি গীতিকার অপু বড়ুয়া। লেখককে ফুলেল শুভেচ্ছা জানান কবি সেলিনা আকতার খানম, বনশ্রী বড়ুয়া ও আলী আকবর বাবুল। বইটির প্রচ্ছদ করেছেন উত্তম সেন, মুদ্রণ ও তত্ত্বাবধানে আইকো, বইটির প্রকাশক ‘শৈলী’।
ছবি এঁকেছেন চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া। চমৎকার ও অত্যন্ত সাবলীল ভাষায় গল্পকার দীপক বড়ুয়া নিজের অনুভূতি ব্যক্ত করেন। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি লিখে চলেছেন, তিনি এমন এক লেখক যার ভাষা আয়নার মতো স্বচ্ছ, তাঁর প্রতিটা গল্পে শিশু কিশোরদের ভালোবাসা প্রকাশ পেয়ে থাকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যারীন সুবাহ্। দীপক বড়ুয়া আমাদের আগামী প্রজম্মের জন্য আরো সুন্দর সুন্দর গল্প লিখবেন- এটাই আমাদের প্রত্যাশা।