ঝুঁকি জেনেও বেপরোয়া মানুষ

রেলক্রসিংয়ের চিত্র

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ আগস্ট, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

বৈধ-অবৈধ লেভেল ক্রসিংয়ে বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা। এতে অনেক মানুষ হতাহত হচ্ছে। তারপরও পথচারীরা অসচেতন। অনেক গাড়িও নিয়ম মানছে না। গত শুক্রবার মীরসরাইয়ের খৈয়াছড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রীর প্রাণহানির পরও মানুষ অসচেতন।

নগরীর কদমতলী রেলক্রসিং ব্যস্ততম একটি এলাকা। গতকাল কদমতলী রেলক্রসিংয়ে গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষ ও গাড়ি নিয়ম কানুন না মেনে পার হচ্ছে।

ব্যারিয়ার দিয়ে এই রেলক্রসিং পুরোপুরি বন্ধ করা যায় না। কদমতলী নিচের মোড়ে বাঁ পাশের সড়কে এবং উপরেও বাঁ পাশের সড়কে ব্যারিয়ার আছে। তবে ট্রেনের আসার সময় ব্যারিয়ার দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা যাচ্ছে না। ব্যারিয়ারের আগে রাস্তার এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সুযোগ থাকায় যানবাহন চালকেরা ব্যারিয়ার পড়লেই অপর পাশ দিয়ে রেললাইন পার হন।

এ সময় ঝুঁকিপূর্ণভাবে পার হতে দেখা যায়। পথচারীরা ট্রেনের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হন।

গতকাল এমন দৃশ্য দেখে গাড়িতে অপেক্ষমাণ এক যাত্রী আক্ষেপ করে বললেন, কারো হাতে যেন এক-দুই মিনিট অপেক্ষা করার সময় নেই। ঝুঁকিপূর্ণ জেনেও তাড়াহুড়ো করে মানুষ ও যানবাহন চলাচল করছে। সচেতনতার অভাবেই এটা হচ্ছে।

কদমতলী ক্রসিংয়ে ঝুঁকিপূর্ণ চলাচল বন্ধ করা এবং দুর্ঘটনা রোধে ট্রেন আসার সময় সড়কের দুই পাশে ব্যারিয়ার স্থাপনের দাবি উঠেছে। কিন্তু দীর্ঘদিনেও সেই দাবির বাস্তবায়ন হয়নি।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের জন্য ফাইজারের ১ লাখ ৩৯ হাজার ডোজ টিকা চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধসিঁড়ি আটকে বিমানের ঢাকাগামী ফ্লাইটের এক ঘণ্টা বিলম্ব