বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন ইভেন্টে অংশ নিয়ে পঞ্চম হয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান তাজ। গতকাল শনিবার আসরের দ্বিতীয় দিনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে মোট ২১১ কেজি ওজন তুলেছেন আশিকুর। স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি ওজন তুলেছেন তিনি। সবমিলিয়ে ১১ জন প্রতিযোগীর মধ্যে আশিকুরের অবস্থান পঞ্চম। একই ইভেন্টে প্রথম হয়েছেন মালয়েশিয়ার প্রতিযোগী। আর দ্বিতীয় হয়েছেন ভারত এবং তৃতীয় হয়েছেন শ্রীলংকার প্রতিযোগী।