অনাকাঙ্ক্ষিত ‘ফিফটি’ রুবেলের পাশে মোস্তাফিজ

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

বোলিংয়ে শুরুটা ভালোই করেছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে পাওয়ার প্লেতে বল করে ৮ রানে নেন ১ উইকেট। পরের ওভারে ৯ রান দিয়ে নেন আরেকটি উইকেট। কিন্তু শেষ দুই ওভারে এলোমেলো বোলিংয়ে এত রান গুনলেন যে স্পর্শ করে ফেললেন তিনি রান দেওয়ার ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার হারারেতে ৪ ওভারে ৫০ রান দেন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে তৃতীয়বার এক ম্যাচে পঞ্চাশ রান গুনলেন বাঁহাতি এই পেসার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে এক ম্যাচে রান দেওয়ার ফিফটি তিনবার করেছেন আর কেবল রুবেল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে তরুণ প্রজন্মের মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন