অস্ট্রেলিয়ায় বহুজাতিক আদিবাসী পদক পেলেন অজয় দাশগুপ্ত

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো প্রবর্তিত মাল্টিকালচারাল অ্যান্ড ইন্ডেজিনিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড পদকে সেরা লেখক, কলাম লেখকের পুরস্কার পেয়েছেন সিডনি প্রবাসী বাংলাদেশি লেখক অজয় দাশগুপ্ত। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট হাউসে বাংলা প্রেস অ্যান্ড মিডিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি সাখওয়াত মুসেলমানি এমএলসি এই পদক বিতরণ করেন। সাথে ছিলেন জুরি বিভাগের প্রধান সিডনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দেবলীনা ঘোষ, প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ প্রমুখ। মুদ্রিত সংবাদপত্র বিভাগে নোমান শামীমের মুক্তমঞ্চ, অনলাইনে আতিকুর রহমানের প্রশান্তিকা, সাংবাদিকতায় নাইম আব্দুল্লাহ, ডকুমেন্টারী চলচ্চিত্রে কাইয়ুম খান এই পুরস্কার অর্জন করেন। উল্লেখ্য, অজয় দাশগুপ্ত দৈনিক আজাদীতে ‘দূরের দুরবিনে’ শিরোনামে কলাম লিখে থাকেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপশক্তির বিরুদ্ধে উত্তর জেলা আওয়ামী লীগ সজাগ রয়েছে
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান