চট্টগ্রামে করোনায় আরও ২ জন আক্রান্ত

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ২ দশমিক ৩৮ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের গতকালের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, শুক্রবার চট্টগ্রামের বেসরকারি ৫ ল্যাবরেটরিতে ৮৪ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ২ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্ত দুজনই শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোঁ আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৫০২ জন। সংক্রমিতদের মধ্যে ৯৩ হাজার ৬৭১ জন শহরের ও ৩৪ হাজার ৮৩১ জন গ্রামের বাসিন্দা। এদিন করোনায় শহর ও গ্রামে করোনায় কেউ মৃত্যুবরণ করেননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধবিএনপি-জামাতের নানামুখী ষড়যন্ত্র রুখতে আরেকটি যুদ্ধের প্রস্তুতি চাই