গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক, চন্দনাইশ উপজেলা প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীর পিতা মুহাম্মদ আবদুল গফুর (৯৪) গতকাল শনিবার সকাল ১০ টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। তিনি ৫ ছেলে, ১ মেয়ে নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাযা ঐদিন বাদে মাগরিব উত্তর হাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, গোফরানুল হক মুহাম্মদ নোমান চৌধুরী শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।