আওলাদে রসূল (সা.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ের (রহ.) ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩০তম সালানা ওরশ মোবারক মাহফিল নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার ব্যবস্থাপনায় নগরের সিমেন্ট ক্রসিং আহম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। ওরশ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বাদ ফজর পবিত্র কুরআন খতম, বাদ আসর পবিত্র খতমে গাউসিয়া, বাদ মাগরিব আউলিয়ায়ে কেরামের জীবনি আলোচনা এবং বাদ এশা মিলাদ-ক্বিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী (মা.জি.আ)। প্রধান আলোচক হিসবে বক্তব্য রাখেন চরণদ্বীপ রজভীয়া সুন্নিয়া ফাযিলের আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান রিজভী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান ও মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল কাদেরী। আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ জামাল উদ্দিন, আক্তার উদ্দিন সওদারগর, বেলাল আহমেদ, জিহাদ, বাপ্পি, শাহিদ, আশিক, হাসান, ওয়াকিল, জামশেদ, নয়ন, কাওসার, সাবিদ প্রমুখ।
গাউছিয়া কমিটি পতেঙ্গা মাইজপাড়া : পতেঙ্গা মাইজপাড়ায় গাউছিয়া কমিটির উদ্যোগে আল্লামা তৈয়ব শাহ (রহ.) এর সালানা ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ পতেঙ্গা মাইজপাড়া উত্তর, দক্ষিণ ও হযরত মাসুম ফকির ইউনিট শাখার যৌথ উদ্যোগে আওলাদে রাসূল (সা.) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহের (রহ.) ৩০তম সালানা ওরশ গতকাল শুক্রবার মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সভাপতি মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাজী এ এস এম ইসলাম, গাউছিয়া কমিটি পতেঙ্গা থানার সভাপতি আবুল বশর কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক মুহাম্মদ কায়দা আজম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন।
প্রধান বক্তা ছিলেন মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ তাহেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত ওসমান গনি জুন্নুরাইন জামে মসজিদের খতিব বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মনিরুল হাসান। এতে আরো তকরীর করেন সীতাকুণ্ড সামনি পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাসুদ আলম আলকাদেরী, মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার মুদাররিস মাওলানা কারী সাইফুল আলম। উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি ৪০নং ওয়ার্ডের সভাপতি সালাহউদ্দিন, ৪১নং ওয়ার্ডের সভাপতি আবু তাহের, হাজী জমির আহমদ, হাজী এস এম হাসান, হাজী কোরবান আলী, মাওলানা আনিসুর রহমান রিজভী, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ কায়সার হামিদ সাজ্জাদ, হাফেজ মোহাম্মদ আলী আকবর, মাওলানা তাওহিদউল্লাহ, মাওলানা মাহবুব, মুহাম্মদ মাজেদুল হক মাসুম, আব্দুস সালাম, মোহাম্মদ ওয়াহিদুল আলম, ওমর ফারুক, ইউসুফ আলী, সাজ্জাদ কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












