চট্টগ্রাম শিল্পী সংসদের সঙ্গীতানুষ্ঠান

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পী সংসদের আয়োজনে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম শিল্পী সংসদের সদস্য ও শিল্পীরা একক, দ্বৈত ও সমবেত সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের পরিবেশনা মান ছিলো উন্নত এবং অনুষ্ঠান ছিল গোছানো ও পরিচ্ছন্ন। শিল্পীদের মুগ্ধতায় ভরা সমবেত কন্ঠে ‘ও আমার দেশের মাটি’ রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চের পর্দা উন্মোচিত হয়।
চট্টগ্রাম শিল্পী সংসদের সভাপতি সঙ্গীতশিল্পী মো. সহিদুর রহমানের সভাপতিত্বে কথামালায় অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজার আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম শিল্পী সংসদের সহ-সভাপতি সঙ্গীতশিল্পী হাসান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সঙ্গীতশিল্পী দিদারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শব্দনোঙর উচ্চারণ স্কুলের পরিচালক বাচিকশিল্পী দিলরুবা খানম ছুটি। বিটিভি-চট্টগ্রাম কেন্দ্রের জিএম বলেন, সংগীত মানুষের মনকে সুন্দর, উন্নত ও পরিশুদ্ধ করে। রূপসী চট্টগ্রাম সংগীত সৃষ্টির এক উর্বর ক্ষেত্রে। এখানে যুগে যুগে জন্ম নিয়েছেন বহু সংগীত স্রষ্টা। আমি মনে করি চট্টগ্রাম শিল্পী সংসদ হবে চট্টগ্রামের সকল শিল্পীর সকল আশা-আকাঙ্খার প্রতীক। অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী শংকর দে, রত্না দে, জগন্নাথ দাশ, সুকুমার দে, পাপড়ী বৈরাগী, বেবী মজুমদার নুপুর। আধুনিক গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী হাসান জাহাঙ্গীর, দিদারুল ইসলাম, জয়া বড়ুয়া, শিমলী দাশ, সুমাইয়া রাইসা, সোমা ঘোষ, শুভাগত চৌধুরী। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী মো. শহীদুর রহমান, শ্যামলী পাল, কান্তা দে, শ্রাবণী দেব বর্মন, শিলা চৌধুরী, মিশকাতুল মমতাজ মুমু, জলি মুখার্জী। নজরুল সংগীত পরিবেশন করেন উর্মি দেব ও জয়া বড়ুয়া। যন্ত্রসংগীতে ছিলেন কী-বোর্ডে সৃজন রায়, তবলায় প্রীতম আচার্য, বেহালায় শ্যামল দাশ, গীটারে সুচয়ন দে, অক্টোপ্যাডে কুশলব জুঁই, ঢোলকে রণতোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুর ১নং সমাজের দোয়া ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধআমিরাতে বন্যার পানির স্রোতে ভেসে গেল বোয়ালখালীর প্রবাসী